• facebook
  • twitter
Wednesday, 10 December, 2025

কিয়ারা, সিদ্ধার্থ বিয়ে নিয়ে জোর শোরগোল বলিউডে

মুম্বাই, ৪ নভেম্বর-কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা তাঁদের বিয়ের গুজব নিয়ে অনেক শোরগোল করছেন। অভিনেতারা আরও খোলাখুলিভাবে ইভেন্ট এবং গেট-টুগেদারে একসাথে পোজ দিচ্ছেন বলে আর লুকোচুরির কিছু নেই। গুজব ছড়িয়েছে যে তাঁরা ২০২৩ সালের এপ্রিলে বিয়ের কথা ভাবছেন। তবে এখন এই প্রতিবেদনগুলি অস্বীকার করেছেন দুজনেই।কিছুদিন ধরে ডেটিং করছেন তাঁরা। করণ জোহরই চ্যাট শো কফি উইথ

মুম্বাই, ৪ নভেম্বর-কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা তাঁদের বিয়ের গুজব নিয়ে অনেক শোরগোল করছেন। অভিনেতারা আরও খোলাখুলিভাবে ইভেন্ট এবং গেট-টুগেদারে একসাথে পোজ দিচ্ছেন বলে আর লুকোচুরির কিছু নেই। গুজব ছড়িয়েছে যে তাঁরা ২০২৩ সালের এপ্রিলে বিয়ের কথা ভাবছেন। তবে এখন এই প্রতিবেদনগুলি অস্বীকার করেছেন দুজনেই।কিছুদিন ধরে ডেটিং করছেন তাঁরা। করণ জোহরই চ্যাট শো কফি উইথ করণ সিজন ৭-এ তাঁদের সম্পর্কের কথা উস্কে দিয়েছিলেন। পরে, এমনকি সলমন খানও ইঙ্গিত দিয়েছিলেন বিগ বস ১৬ সেটে। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে অনেক ভাবনা-চিন্তার পরও বিয়ের স্থান চূড়ান্ত করা হয়ে ওঠেনি বলেই মনে করা হচ্ছে । ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “তাঁরা (কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা) বিয়ের স্থান হিসেবে গোয়ার কথা ভাবলেও সিদ্ধার্থের বড় পাঞ্জাবি পরিবারের কথা বিবেচনা করে, গোয়াতে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা বাদ দেওয়া হয়েছিল।” প্রাসঙ্গিক কথাবার্তা বিবেচনার এক মাস পরে, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি রাজকুমার রাও এবং পত্রলেখার পথে যেতে পারেন, কারণ তাঁরা এখন যোগাযোগ করেছেন, চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টস-এ ৷ জানা গেছে কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা তাঁদের বিয়ের অতিথিদের সাথে সত্যিই সীমাবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছেন।তাঁদের অনুষ্ঠানে বলিউড থেকে কাউকে আমন্ত্রণ জানানো হবে না।
উল্লেখ্য, শেষ কিয়ারা এবং সিদ্ধার্থকে একসঙ্গে দেখা গিয়েছিল শেরশাহ সিনেমায়। এই জুটিকে আরও একটি রোমান্টিক ছবিতে দেখা যাবে বলে খবর রয়েছে তবে এখনও কিছুই নিশ্চিত করা হয়নি।

Advertisement

Advertisement