• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

টাকার অভাবেই চকোলেট বয়ের সঙ্গ ছাডে়ন স্ত্রী অবন্তিকা

মুম্বই: চকোলেট হিরো হিসেবেই তার আগমন বলিউডে৷ যদিও বংশ সূত্রে তিনি ফিল্মি ঘরানার সঙ্গে সম্পর্কিত৷ সম্পর্কে আমির খানের ভাইপো ইমরান খান ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন৷ জেনেলিয়া ডিসুজা দেশমুখ  ছিলেন তাঁর নায়িকা৷ দুই বেস্টফ্রেন্ডের গল্প বলেছিল সেই ছবি৷ নারী-পুরুষ বেস্টফ্রেন্ড আসলে প্রেমিক-প্রেমিকা–সেইটাই ছিল গল্পের মূল উপজীব্য৷ ছবিতে দুর্দান্ত

মুম্বই: চকোলেট হিরো হিসেবেই তার আগমন বলিউডে৷ যদিও বংশ সূত্রে তিনি ফিল্মি ঘরানার সঙ্গে সম্পর্কিত৷ সম্পর্কে আমির খানের ভাইপো ইমরান খান ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন৷ জেনেলিয়া ডিসুজা দেশমুখ  ছিলেন তাঁর নায়িকা৷ দুই বেস্টফ্রেন্ডের গল্প বলেছিল সেই ছবি৷ নারী-পুরুষ বেস্টফ্রেন্ড আসলে প্রেমিক-প্রেমিকা–সেইটাই ছিল গল্পের মূল উপজীব্য৷ ছবিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ইমরান, জেনেলিয়া এবং অন্যান্য শিল্পী-কলাকুশলীরা৷ সেই সময় ইমরান-জেনেলিয়ার বয়সও ছিল অত্যন্ত কম৷ ছবি ব্লকবাস্টার হয়৷ ২০১০ সালে প্রেমিকা অবন্তিকা মালিককে বিয়ে করেন ইমরান৷ তবে এরপর ইমরানের আর কোনও ছবি সাফল্যের মুখ দেখেনি৷ এরপরই মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতে শুরু করেন তিনি৷

পরবর্তিতে এমন অবস্থা দাঁড়ায় যে হাতে কাজ নেই, অর্থর্‌ও নেই৷ কাজহীন ইমরানের তখন ব্যক্তিগত জীবনেও শুরু হয়ে যায় টানাপোড়েন৷ একদা রণবীর কাপুরের প্রেমিকা অবন্তিকা ইমরানের সঙ্গে টানা চার বছর সংসার করার পর ২০১৫ সালে ইমরানের বাডি় ছেডে় বেরিয়ে আসেন৷ বিয়ের দু’বছরের মাথায় কন্যা সন্তানের জন্ম হয় ইমরান-অবন্তিকার৷ শ্বশুরবাডি় থেকে বেরিয়ে আসার সময় মেয়েকে সঙ্গে নিয়েই বেরিয়ে এসেছিলেন অবন্তিকা৷ সম্পর্কে ইতির কারণ ছিল ইমরানের আর্থিক অবনতি৷

শোনা যায়, টানা কাজের অভাবে ইমরানের রোজগার বন্ধ হয়ে যাওয়ার কারণে অবন্তিকা নাকি স্বামীর উপর তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন৷ প্রচণ্ড রেগে গিয়েছিলেন তিনি৷ তাঁদের টাকা নাকি আসত অবন্তিকার বাপের বাডি় থেকে৷ সেই অসম্মানের কারণে স্বামীর ঘর ত্যাগ করেছিলেন অবন্তিকা৷ তারপর হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন ইমরান৷

তবে আপাতত ফের নাকি ইমরানের জীবনেও ফিরে এসেছে বসন্ত৷ সম্প্রতি তুতো বোন আমির খানের মেয়ে ইরা খানের বিয়েতে এসেছিলেন ইমরান৷ কিন্ত্ত তিনি একা আসেননি সেখানে৷ সঙ্গে এসেছিলেন লেখা ওয়াশিংটন৷ তিনি একজন অভিনেত্রী৷