• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ধর্ষণের স্থায়িত্ব মাত্র ‘১১ মিনিট’, ধর্ষকের শাস্তি কমালেন মহিলা বিচারপতি

এক ধর্ষককে শাস্তি দেওয়া হয়েছিল ৫১ মাস। এরপর ওই যুক শাস্তি কমানাের জন্য আবেদন করে। সেই আবেদন মেনেও নেন এক মহিলা বিচারপতি।

প্রতীকী ছবি (Photo: iStock)

এক ধর্ষককে শাস্তি দেওয়া হয়েছিল ৫১ মাস। এরপর ওই যুক শাস্তি কমানাের জন্য আবেদন করে। সেই আবেদন মেনেও নেন এক মহিলা বিচারপতি। সাজা ৫১ মাস থেকে কমিয়ে ৩৬ মাস সাজা হল। কেন সাজা কমানাে হল, তার ব্যাখ্যাও দিয়েছেন বিচারপতি।

বলেছেন, মাত্র ১১ মিনিট ধর্ষণ করেছে অভিযুক্ত। সে কারণে তার সাজা কমানাে হয়েছে। এই রায়ের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ঘটনাটি সুইজারল্যান্ডের বাসেলের। গতবছর ফেব্রুয়ারি মাসে নিজের ফ্ল্যাটেই ৩৩ বছরের এক যুবতীকে ধর্ষিত হতে হয়।

Advertisement

১৭ ও ৩২ বছর বয়সী দুই পর্তুগীজ নাগরিক এই ঘটনায় গ্রেফতার হয়। নাবালক হওয়ায় ১৭ বছরের কিশােরের কোনও শাস্তি হয়নি। ৩২ বছত্রে যুককে দোষী সাব্যস্ত করা হয় এবং তার সাজা ঘােষণা করা হয়।

Advertisement

বাসেল হাইকোর্টের মহিলা বিচারপতি শুনানিতে বলেন, ধর্ষিতা যুবতী ধর্ষকদের ‘ইশারা’ করেছিলেন। এই ঘটনায় তাঁরও ভূমিকা ছিল। তাই শুধু এক পক্ষকে শাস্তি দেওয়া উচিত নয়। সেই সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছিল মাত্র ১১ মিনিট। সে কারণে ধর্ষকের শাস্তি ৩৬ মাস করা হল।

Advertisement