• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

সরস্বতী পুজোয় কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা

শীত বিদায়ের ঘণ্টা বাজতেই চড়ছে পারদ। ভাের ও রাতের দিকে এখনও শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সরস্বতী পুজো।

প্রতীকী ছবি (Photo: iStock)

শীত বিদায়ের ঘণ্টা বাজতেই চড়ছে পারদ। ভাের ও রাতের দিকে এখনও শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সরস্বতী পুজো। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ১৬ ফেব্রুয়ারী কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিম এবং পাহাড়ের কিছু জেলায় মেঘসঞ্চারের কারণে ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে।

সােমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে। আগামী কয়েক দিন কলকাতায় এমনই আবহাওয়া থাকবে। তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

Advertisement

মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপু পুিরের কিছু এলাকায় মেঘ সঞ্চারে কারণে খুব সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতেও ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

Advertisement