শিলিগুড়িতে কাগজ দিয়ে দুর্গা প্রতিমা

করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্য জুড়ে পালিত হচ্ছে দুর্গা পুজো। তবে শিলিগুড়িতে বছর এগারাের স্পন্দন ঘোষ কাগজ দিয়ে তৈরি করল প্রতিমা।

Written by SNS Siliguri | October 23, 2020 7:29 pm

প্রতিকি ছবি (File Photo: iStock)

করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্য জুড়ে পালিত হচ্ছে দুর্গা পুজো। তবে শিলিগুড়িতে বছর এগারাের স্পন্দন ঘোষ কাগজ দিয়ে তৈরি করল প্রতিমা।

শুধু দুর্গা নয় তার তৈরি মূর্তি রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। স্পন্দন জানিয়েছে পড়াশােনার ফাঁকে সেই মূর্তি তৈরি করেছে।

প্রায় ১৫ দিন এই সম্পূর্ণ মূর্তিটি তৈরি করতে তার সময় লেগেছে। একই সাথে এই মূর্তিতে পোশাক হিসেবে ব্যবহার করা হয়েছে বাতিল জামা কাপড়। স্পন্দনের এই প্রতিভায় খুশি তার পরিবার।