শনিবার সকালে কালীপুজো-পরবর্তী সময়ে আনন্দের আবহে দুঃখের ছায়া নেমে এল হুগলির উত্তরপাড়ায়। মণ্ডপ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম দীপ চৌধুরী। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের রাজা প্যারী মোহন রোডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজা প্যারী মোহন রোড ইয়ুথ ফোরাম কালীপুজো কমিটির মণ্ডপ খোলার কাজ চলছিল শনিবার সকালে। সেই কাজেই নিযুক্ত ছিলেন দীপ।
Advertisement
অভিযোগ, মণ্ডপের একেবারে পাশ দিয়েই গিয়েছে বিদ্যুতের তার। বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই মণ্ডপ খোলার কাজ চলছিল। সেই সময় অসাবধানবশত বিদ্যুতের তারে হাত লেগে তড়িতাহত হন দীপ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
Advertisement
চোখের সামনে এভাবে বন্ধুর মৃত্যু দেখে হতভম্ব হয়ে পড়েন সহকর্মীরা। তাঁদের কথায়, ‘এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। কেউ বুঝতেই পারেনি বিদ্যুৎ বন্ধ ছিল না।’ দেহটি বিদ্যুতের তারে জড়িয়ে বাঁশের মধ্যে আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ ও দমকল বাহিনী। তাঁদের তৎপরতায় দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে।
পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বিদ্যুৎ বিভাগকেও ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। প্রাথমিক অনুমান, নিরাপত্তাবিধি না মেনে মণ্ডপ খোলার কাজ চলছিল বলেই এই মর্মান্তিক দুর্ঘটনা।
Advertisement



