• facebook
  • twitter
Friday, 5 December, 2025

খুনে অভিযুক্তর বিরুদ্ধে আগেও ৩০টি মামলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত স্বপনের বিরুদ্ধে প্রায় ৩০টি অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে খুনের অভিযোগও রয়েছে।

পুজোয় বাড়িতে যেতে দিতে না চাওয়ায় উত্তরপাড়ার নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে নোড়া দিয়ে থেঁতলে খুন করেছিলেন দুই আবাসিক। গত রবিবার এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত স্বপন বারুইকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত স্বপনের বিরুদ্ধে প্রায় ৩০টি অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে খুনের অভিযোগও রয়েছে।

গত ১২ সেপ্টেম্বর উত্তরপাড়ার ১১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় থাকা নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার মদন রানাকে খুনের অভিযোগ ওঠে কেন্দ্রেরই দুই আবাসিকের বিরুদ্ধে। জানা গিয়েছে, পুজোয় বাড়িতে যেতে চেয়েছিলেন ওই দুই জন। কিন্তু তাঁদের বাড়িতে যেতে দিতে রাজি হননি মদন। সেই রাগেই তাঁকে খুনের ছক কষেন দুই অভিযুক্ত। ঘটনার তদন্তে নেমে ১৪ তারিখ লিলুয়া থেকে এই ঘটনায় এক অভিযুক্ত সানি মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

ঘটনার পর থেকে গা ঢাকা দিয়ে ছিলেন এই ঘটনায় মূল অভিযুক্ত স্বপন বারুই (৪২)। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। অবশেষে ধৃত সানি মল্লিককে জেরা করে মঙ্গলবার রাতে বেলুড় থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়। স্বপনের বয়স ৪২ বছর। জানা গিয়েছে, বেলুড়ের একটি নেশার ঠেকে স্বপনের যাতায়াত ছিল। মঙ্গলবার রাতে সেখানেই তাঁর সন্ধান পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, তিনি হাওড়া এলাকায় একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও রয়েছে।

Advertisement

Advertisement