• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দক্ষিণবঙ্গে বাড়বে গরম, চলতি সপ্তাহে তাপমাত্রা ৪০ ছোঁয়ার আশঙ্কা

আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে চলেছে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে চলেছে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভোরের দিকে অল্প সময় মনোরম পরিবেশ থাকবে। যত বেলা বাড়বে, ততই চড়বে পারদ। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান অতিরিক্ত গরম থাকবে। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী তিনদিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৭ ডিগ্রি। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সকালে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে।

Advertisement

Advertisement

Advertisement