• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

জল বন্ধ থাকবে ৬ মে

দক্ষিণ কলকাতা এবং সংযুক্ত কলকাতার একটা বড় অংশজুড়ে জল পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। আগামী ৬ মে সকাল ১০ টার পর থেকে জল পরিষেবা বন্ধ রাখা হবে।

প্রতীকী ছবি (Getty Images)

দক্ষিণ কলকাতা এবং সংযুক্ত কলকাতার একটা বড় অংশজুড়ে জল পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। আগামী ৬ মে সকাল ১০ টার পর থেকে জল পরিষেবা বন্ধ রাখা হবে। কলকাতা পুরসভা থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানাে হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে গার্ডেনরিচ ট্রিটমেন্ট প্লান্ট সংলগ্ন পাইপলাইনের পরিবর্তন সহ কিছু জরুরি কাজ করা হবে। এরজন্যই পানীয় জল সরবরাহ ব্যাহত হবে। মূলত গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা, বজবজে জল সরবরাহ বন্ধ থাকবে।

বরাে-৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬-র একটা বড় অংশে সরবরাহ ব্যাহত হবে। তবে ৭ মে সকাল থেকেই আবার জল পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে।