• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

এবার নগদে দু কোটি টাকা ভারতীর ফ্ল্যাট থেকে

ভারতী ঘোষের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বুধবার নগদ দু কোটি টাকা উদ্ধার করল সিআইডি। ভারতীর স্বামী এমএভি রাজুর কাছ থেকে চাবি নিয়ে তাকে সঙ্গে করে এদিন তল্লাশি চালায় সিআইডি। তাদের দাবি প্রাক্তন পুলিশ কর্তার দেহরক্ষী, বর্তমানে পলাতক, সুজিত মন্ডল এই ফ্ল্যাটে টাকা রেখে গেছেন। গোটা তল্লাশি অভিযানের ভিডিওগ্রাফি করা হয় সিআইডির তরফে। তল্লাশি অভিযানের প্রেস

এবার নগদে দু কোটি টাকা ভারতীর ফ্ল্যাট থেকে

ভারতী ঘোষের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বুধবার নগদ দু কোটি টাকা উদ্ধার করল সিআইডি। ভারতীর স্বামী এমএভি রাজুর কাছ থেকে চাবি নিয়ে তাকে সঙ্গে করে এদিন তল্লাশি চালায় সিআইডি।

তাদের দাবি প্রাক্তন পুলিশ কর্তার দেহরক্ষী, বর্তমানে পলাতক, সুজিত মন্ডল এই ফ্ল্যাটে টাকা রেখে গেছেন। গোটা তল্লাশি অভিযানের ভিডিওগ্রাফি করা হয় সিআইডির তরফে।

তল্লাশি অভিযানের প্রেস বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই সিআইডিকে তুলোধনা করে কড়া হোয়্যাটস অ্যাপ বার্তা দেন ভারতী ঘোষ। বার্তায় জানান, সিআইডি তে তিনিও কাজ করেছেন। সিআইডির অনেক বর্তমান আধিকারিকদের সঙ্গেও তিনি কাজ করেছেন।

তাদের কাজের পদ্ধতি তিনি ভালোমতই জানেন। ভারতীর দাবি ওই ফ্ল্যাট যার তার কাছ থেকে চাবি নিয়ে গতকাল ফ্ল্যাটে টাকা রেখে আসে সিআইডি। আজকে সেই টাকা উদ্ধার হয়েছে বলে দেখানো হয়েছে।

ভারতীর বক্তব্য এটা সিআইডির কাজ নয়। আয়কর দফতর বা ইডির দেখার কথা। আদামতে তিনি এর উপযুক্ত জবাব দেবেন সিআইডি্কে।