• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুরুলিয়ার জনসভায় দুলক্ষ মানুষের জমায়েত করবে তৃণমূল

মুখ্যমন্ত্রীর সফর নিয়ে চুড়ান্ত প্রস্তুতি চলেছে পুরুলিয়ায়। মঙ্গলবার কপ্টারে করে আসনে তিনি। পুরুলিয়ার হুটমুড়া ময়দানে জনসভা করলে তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (File Photo: IANS)

মুখ্যমন্ত্রীর সফর নিয়ে চুড়ান্ত প্রস্তুতি চলেছে পুরুলিয়ায়। মঙ্গলবার কপ্টারে করে আসনে তিনি। পুরুলিয়ার হুটমুড়া ময়দানে জনসভা করলে তিনি। ইতিমধ্যেই এখানকার মঞ্চ খতিয়ে দেখেছেন জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান। ঘুরে দেখেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। ইতিমধ্যেই জনসভায় দু-লক্ষেরও বেশি মানুষের জমায়েত হবে বলে দাবি করেছেন দলীয় নেতারা।

তৃণমূল যুব সভাপতি সুশান্ত মাহাত বলেন, দু-লক্ষেরও বেশি মানুষের আগমন হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভায়। তার জন্যই বড় মাঠের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য মঙ্গলবার বেলা একটা নাগাদ মুখ্যমন্ত্রী কপ্টারে করে আসবেন এখানে। এদিন পুরুলিয়া সার্কিট হাউসে রাত্রীবাস করার কথা রয়েছে তার।

Advertisement

তবে বুধবার পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিস্তৃত ভাবে কিছু জানাননি প্রশাসনিক কর্তারা। তবে সার্কিট হাউস সহ সংলগ্ন এলাকার ভােল পালটে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে।

Advertisement

Advertisement