উপনির্বাচন দ্রুত করার দাবিতে কমিশনের দফতরে তৃণমূল

রাজ্যে বকেয়া উপনির্বাচন করা নিয়ে কমিশন সজাগ হচ্ছে না। উপনির্বাচনের দাবিতে এমনটাই বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Written by SNS Kolkata | August 7, 2021 12:42 pm

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Photo: IANS)

রাজ্যে বকেয়া উপনির্বাচন করা নিয়ে কমিশন সজাগ হচ্ছে না। উপনির্বাচনের দাবিতে এমনটাই বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এমনকি নাম না করে এ নিয়ে বিজেপি-কেও আক্রমণ করেন তিনি।

রাজ্যের সাতটি কেন্দ্রে দ্রুত নির্বাচন করার দাবিতে শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখােপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা এবং জাভেদ খান যান।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, কোভিড বিধি মেনে আমরা সাতটি কেন্দ্রের উপনির্বাচন করার দাবি জানিয়েছি। কমিশনের আধিকারিকের তরফে জানা গিয়েছে, নির্বাচনকে সামনে রেখে তারাও এ নিয়ে কয়েক ধাপ এগিয়েছেন।

কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন সজাগ হচ্ছে। নাম না করে বিজেপি-কে আক্রমণ করে পার্থ বলেন, যাঁরা মুখে গণতন্ত্র রক্ষার কথা বলছেন, তাঁরাই গণতন্ত্রের অন্যতম অঙ্গ হিসেবে নির্বাচন নিয়ে ঢিলেমি করছেন।