• facebook
  • twitter
Sunday, 25 January, 2026

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল প্রার্থীদের বাড়িতে ভাঙচুর, আহত ১২

রানিচক সমবায় সমিতির নির্বাচনে মোট আসন ৪৫টি। পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল। বিজেপি ৪০টি আসনে প্রার্থী দিয়েছে

রবিবার নন্দীগ্রামের রানিচকে সমবায় সমিতির নির্বাচন। তার আগেই উত্তপ্ত এলাকা। শনিবার রাতে তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে। তৃণমূলরে প্রার্থীদের বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ। বিজেপির দিকে অভিযোগের তির। ভাঙচুরের জেরে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। তার মাঝেই রবিবার শুরু হয়েছে ভোট প্রক্রিয়া।

রানিচক সমবায় সমিতির নির্বাচনে মোট আসন ৪৫টি। পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল। বিজেপি ৪০টি আসনে প্রার্থী দিয়েছে। ৮০ আজ প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪০ জন। নির্বাচন শুরুর আগেই রাতেই অশান্ত হয়ে ওঠে এলাকা।  তৃণমূল সমর্থিত প্রার্থীদের বাড়িতে গভীর রাতে হামলা চালানোর অভিযোগ।

Advertisement

বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ। লাঠি-বাঁশ নিয়ে আক্রমণ ও পাল্টা আক্রমণ চলে। বোমাবাজি হওয়ার অভিযোগ ওঠে। আহত হন ১২ জন। তাঁদের মধ্যে ৫ জনের চোট গুরুতর ছিল।  ১ জনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাঁকে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল হেরে যাওয়ার ভয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। ঘটনার পর থেকে থমথমে এলাকা।

Advertisement

Advertisement