• facebook
  • twitter
Sunday, 25 January, 2026

‘অশোকচক্র’ পাচ্ছেন শুভাংশু শুক্লা

২৬ জানুয়ারি তাঁকে ‘অশোকচক্র’ সম্মানে ভূষিত করবে কেন্দ্রীয় সরকার

‘অশোকচক্র’ পাচ্ছেন শুভাংশু শুক্লা। ২৬ জানুয়ারি তাঁকে ‘অশোকচক্র’ সম্মানে ভূষিত করবে কেন্দ্রীয় সরকার। তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখেন। গত বছর ২৫ জুন স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গে ছিলেন অ্যাক্সিয়ম-৪ মিশনের ক্রু কম্যান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজনিউস্কি এবং টিবর কাপু। ১৮ দিন মহাকাশে ছিলেন তিনি।

ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার পর তিনিই প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান। সেখান থেকে তিনি বলেছিলেন, ‘ভারত আজও সারে জাঁহা সে আচ্ছা।’ আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৬০টিরও বেশি পরীক্ষানিরীক্ষা করেছিলেন তাঁরা। পৃথিবীর মাটিতে পা দেওয়ার কয়েক দিনের মধ্যেই দিল্লিতে আসেন শুভাংশু। জাতীয় পতাকা, ফুল, মালায় তাঁকে স্বাগত জানায় দেশবাসী। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের লোকজনও।

Advertisement

শুভাংশু শুক্লার বেড়ে ওঠা উত্তরপ্রদেশের লখনৌয় শহরে। বারো ক্লাস পাশ করার পর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে তিনি ভর্তি হন। সেখান থেকেই স্নাতক পাশ করেন। ২০০৬ সালে যোগ দেন বায়ুসেনায়। ইসরো নতুন প্রজেস্ট গগনযান। ২০২৭ সালে দেশীয় প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরো। তারই অঙ্গ হিসেবে অ্যাক্সিয়ম-৪ মিশনে যোগ দিয়েছিলেন শুভাংশু শুক্লা। যা ইতিহাস তৈরি করেছে এবং কোটি কোটি দেশবাসীর স্বপ্নপূরণ করেছে।

Advertisement

Advertisement