রাজ্যে ধীরে ধীরে শীতের প্রভাব কমতে শুরু করেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। রবিবার এক ধাক্কায় শহরের পারদ স্বাভাবিকের উপরে উঠে গিয়েছে। যদিও কিছু জেলায় এখনও কুয়াশার সতর্কতা জারি রয়েছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। গত বৃহস্পতিবার থেকে টানা তাপমাত্রা কমছিল। সরস্বতী পুজোর দিন শহরের পারদ ১৪ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। তবে রবিবার ফের বাড়ল তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গে রবিবার সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিঙে, ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কালিম্পঙে পারদ নেমেছে ৯.৬ ডিগ্রিতে। উত্তরবঙ্গের আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামেনি। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদিয়ার কল্যাণীতে। সেখানে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। ঝাড়গ্রামে ১১.৫, সিউড়িতে ১১.২, ব্যারাকপুরে ১২.২, পুরুলিয়ায় ১২.৪, ক্যানিংয়ে ১২.৬, বহরমপুরে ১২ এবং শ্রীনিকেতনে ১২.১ ডিগ্রি সেলসিয়াসে নামে পারদ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এতে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা কমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত।