• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

পরিবহণ বিভাগকে ঢেলে সাজানো হচ্ছেঃ পরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি- পশ্চিমবঙ্গ মোটর ভেহিকেলস এনফোর্স্মেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশানের বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার কলকাতা প্রেস ক্লাবে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধুকারী। তিনি রাজ্য সরকারের পরিবহণ নীতি ব্যাখ্যা করে বলেন, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সম্পর্কে দেশ জুড়ে এখন সচেতনতার প্রচার চলছে। পরিবহণ দফতরে গতিধারা, জলধারা ইত্যাদি প্রকল্পগুলির মধ্য দিয়ে রাজ্যের পরিবহণ পরিষেবা আরও ছড়িয়ে

পরিবহণ বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে

নিজস্ব প্রতিনিধি- পশ্চিমবঙ্গ মোটর ভেহিকেলস এনফোর্স্মেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশানের বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার কলকাতা প্রেস ক্লাবে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধুকারী। তিনি রাজ্য সরকারের পরিবহণ নীতি ব্যাখ্যা করে বলেন, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সম্পর্কে দেশ জুড়ে এখন সচেতনতার প্রচার চলছে।

পরিবহণ দফতরে গতিধারা, জলধারা ইত্যাদি প্রকল্পগুলির মধ্য দিয়ে রাজ্যের পরিবহণ পরিষেবা আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। এছাড়া এনফোর্সমেন্ট বিভাগকে স্বচ্ছতার মধ্যে এনে সরকারের রাজস্ব আদায় গত কয়েক বছরে যথেষ্ঠ বৃদ্ধি পেয়েছে।

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্মেলনকে স্বাগত জানিয়ে বলেন, জেলা ও মহকুমা স্তরে পরিবহণ ভবন নির্মাণ করে কর্মীদের আরও বেশি কাজে উৎসাহিত করার লক্য্ম নিয়েছে রাজ্য সরকার। সম্মেলন সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব গোস্বামী জানান, এনফোর্সমেন্ট অফিসার্স ও কর্মীদের সচেতনতার জন্যই গত কয়েক বছরে রাজস্ব বৃদ্ধি করা গেছে। এছাড়া বিশিষ্ট আইনিজীবী মিলন মুখপাধ্যায় সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের উৎসাহিত করেন।