• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

তৃণমূলের সব দাঁত নড়ে গিয়েছে: দিলীপ ঘােষ 

দিলীপবাবুর নতুন স্লোগান, যমের দুয়ারে সরকার, টিএমসি পগাড়পার। পাড়ায় পাড়ায় বলছে জোর, দুয়ারে দুয়ারে চাল চোর।

দিলীপ ঘােষ (File Photo: IANS)

শাসক দলকে আবারও তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ। বৃহস্পতিবার সকালে খড়গপুর ১ নং ব্লকের খেলাড় গ্রাম পঞ্চায়েত এলাকার বনপাটনায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করে চা চক্রে অংশ নিয়ে দিলীপবাবু বলেন, তৃণমূলের নিজস্ব দাঁত নড়ে গিয়েছে। আগে চাল চুরি করত, এখন লােকের বাড়ির বউ চুরি করছে। এতটাই নির্লজ্জ, বেহায়া। 

দিলীপবাবুর নতুন স্লোগান, যমের দুয়ারে সরকার, টিএমসি পগাড়পার। পাড়ায় পাড়ায় বলছে জোর, দুয়ারে দুয়ারে চাল চোর। মেদিনীপুরের সাংসদ বলেন, উন্নয়ন হয়েছে তৃণমূল নেতার বাড়ির। নিজেরা ১ নং চাল খেয়ে মানুষের জন্য গুরুর খাওয়ার চাল দিচ্ছে রেশনে। 

Advertisement

দিলীপের অভিযােগ, স্বাস্থ্যসাথী পুরােটাই ভাওতা। ওই কার্ড দেখিয়ে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন না। এদিন খেলাড় গ্রাম পঞ্চায়েতের খেলাড় এবং গাইঘাটা বুথ থেকে বেশ কয়েকটি পরিবার বিজেপিতে যােগ দেয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি শমিত দাস, তপন ভুইয়া, সৈকত সৎপথী প্রমুখ। এদিন খড়গপুর শহরের ১৮ নং ওয়ার্ডেও বহু তৃণমূল কর্মী বিজেপিতে যােগ দেন।

Advertisement

Advertisement