গুরুতর অসুস্থ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন তিনি। সাবিনা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক। দলীয় সূত্রে খবর, প্রেসার ও রক্তচাপজনিত শারীরিক সমস্যা রয়েছে রাজ্যের মন্ত্রীর। চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন সাবিনা।
দলীয় সূত্রে খবর, দিন কয়েক আগে কলকাতায় থাকাকালীন অসুস্থতা বোধ করেন সাবিনা। রবিবার তিনি মালদহে ফেরেন। এর পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবিনা। মূলত রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়াতেই তিনি অসুস্থতা অনুভব করেন বলে খবর হাসপাতাল সূত্রে। মালদহ মেডিক্যাল কলেজের আইসিইউতে তাঁর চিকিৎসা হচ্ছে। আপাতত মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
Advertisement
২০১৮ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সাবিনা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মালদহের মোথাবাড়ি কেন্দ্র থেকে জয়ী হয়ে তৃণমূল বিধায়ক হন সাবিনা ইয়াসমিন। এর পরেই তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়। তৃণমূলে যোগ দেওয়ার আগে সাবিনা কংগ্রেসের হয়ে মালদহ জেলা পরিষদের সভাধিপতির পদ সামলেছেন। ২০০৮ সালে কালিয়াচকের একটি জেলা পরিষদের আসন থেকে জয় পান তিনি। মালদহের রাজনীতিতেও বেশ জনপ্রিয় মুখ সাবিনা ইয়াসমিন।
Advertisement
Advertisement



