এবার দেবকে ডাকল সিবিআই

পাচারকাণ্ডে সাক্ষীদের বয়ানে দেবের প্রসঙ্গ সামনে এসেছে।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে দাবি, একাধিক তথ্যপ্রমাণের ভিত্তিতে দেবকে নোটিশ পাঠানো হয়েছে।

Written by SNS Kolkata | February 10, 2022 12:01 pm

গরু পাচারকাণ্ডে এবার সিবিআই নজরে তৃণমূল সাংসদ অভিনেতা দেব। জানা গিয়েছে, গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ঘাটালের সাংসদকে দেবকে তলব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

১৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। সূত্রের খবর, গোরু পাচারকাণ্ডে সাক্ষীদের বয়ানে দেবের প্রসঙ্গ সামনে এসেছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে দাবি, তদন্তে একাধিক তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্যই সাংসদ অভিনেতা দেবকে নোটিশ পাঠানো হয়েছে।

সূত্রের খবর, পাচারকাণ্ডে সাক্ষীদের বয়ানে দেবের প্রসঙ্গ সামনে এসেছে।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে দাবি, একাধিক তথ্যপ্রমাণের ভিত্তিতে দেবকে নোটিশ পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছে টলিউডের সুপারস্টারকে।

সূত্রের খবর, গরু পাচারকাণ্ডে তদন্তে নেমে সিবিআই-এর হাতে আসে বেশ কিছু তথ্য। ঘাটাল অঞ্চলে অত্যন্ত সক্রিয় গোরু পাচারে চক্র। সেই প্রসঙ্গেই নাম জড়ায় ঘাটালের সাংসদের বলে অনুমান।

এছাড়া সাক্ষীদের জিজ্ঞাসাবাদের সময়ও বারবার উঠে আসে সাংসদ অভিনেতার নাম বলে দাবি আধিকারিকদের।

যদিও সমর্থিত সূত্রে স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। সাংসদ অভিনেতা দেবের তরফে এই হাজিরার নোটিশ নিয়ে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

উল্লেখ্য, গরু পাচার কাণ্ডের তদন্তের কিনারা করতে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু এবং কয়লা দুই পাচারের সঙ্গে এনামুল জড়িত বলে উঠে এসেছিল সিবিআই-এর তদন্তে।

মূল অভিযুক্তকে গ্রেফতারের পর থেকেই তদন্তের গতি বেড়েছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় লাগাতার তল্লাশি চালায় তদন্তকারীরা।

পাশাপাশি, ধৃতদের টানা জেরা করা হয় ধাপে ধাপে। বাংলার সাত আইপিএস-কেও তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।