• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভাটপাড়ার ব্যবসায়ীর বাড়িতে চুরি

চুরি ভাটপাড়ার প্রেমচাদনগরের ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ব্যবসায়ী সুধীর কুমার সাউ।টাকা মিলিয়ে দেড় লক্ষ টাকার সামগ্রী খােয়া গিয়েছে।

প্রতিনিধিত্বমূলক ছবি (File Photo: IANS)

চুরি ভাটপাড়ার প্রেমচাদনগরের ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ব্যবসায়ী সুধীর কুমার সাউয়ের দাবি, সােনার গহনা, নগদ ২০ হাজার টাকা মিলিয়ে দেড় লক্ষ টাকার সামগ্রী খােয়া গিয়েছে।

রবিবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন গেটে তালা ঝুলছে। পড়শিরা এসে তালা ভাঙেন। ব্যবসায়ী সুধীর কুমার সাউ জানান, গভীর রাতের দিকে চোরেরা দ্বিতলের ছাদে উঠে সিড়ি বেয়ে নিচে চলে আসে। ফ্রিজের ওপর রাখা চাবি দিয়ে গেট খুলে ঘরের ভেতর ওরা প্রবেশ করে।

Advertisement

কিন্তু ওরা ঢুকলেও কেউই কোনরকম শব্দ পায়নি। ওরা ঘরে ঢুকে আলমারিতে রাখা সােনার গহনা ও টাকা পয়সা হাতিয়ে নেয়। তারপর ফের সিড়ি বেয়ে ছাদে ওঠে। তারপর ওরা ছাদ থেকে নিচে নামে। এমনকি যাওয়ার সময় গেটে তালা লাগিয়ে চোরেরা চম্পট দেয়। সাউ পরিবারের তরফে ভাটপাড়া থানায় অভিযােগ দায়ের করা হয়েছে, ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ।

Advertisement

Advertisement