বাড়িতে তেরঙ্গার পাল্টা রাহুলের তোপ, ‘যারা ৫২ বছর তেরঙ্গা উত্তোলন করেনি …’

মঙ্গলবারই ‘হর ঘর তেরঙ্গা উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রোফাইল ছবিতে তেরঙ্গা দেখা গিয়েছে।

Written by SNS Delhi | August 5, 2022 11:30 pm

স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’।

মঙ্গলবারই ‘হর ঘর তেরঙ্গা উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রোফাইল ছবিতে তেরঙ্গা দেখা গিয়েছে।

আর এরপরই প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধির বক্তব্য, ‘যারা ৫২ বছর ধরে তেরঙ্গা ওড়ায়নি, তারা যে সেনাকে সম্মান করবে না সেটাই স্বাভাবিক।

মিডিয়ার ডিসপ্লে পিকচারে ত্রিবর্ণ রঞ্জিত পতাকার ছবি দেওয়ার পাশাপাশি সকলকে নিজেদের বাড়িতে তেরঙ্গা ওড়ানোর আরজিও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গেই লাগাতার গেরুয়া শিবিরকে আক্রমণ করছেন রাহুল গান্ধী।

গতকালই রাহুল নিজের সোশ্যাল মিডিয়ার ডিপিতে পতাকার ছবি যুক্ত করেছেন।

কিন্তু সেই পতাকা দেখা গিয়েছে জওহরলাল নেহরুর হাতে। এই সূক্ষ্ম খোঁচার পরদিনই তাঁকে এমন সরাসরি আক্রমণ করতে দেখা গেল।

তিনি তাঁর কণটিকের খাদি গ্রামে যাওয়ার প্রসঙ্গে লিখেছেন, ‘কণটিক খাদি গ্রাম শিল্পের সমস্ত সহকর্মীদের সাথে দেখা করে খুব আনন্দ হল।

ইতিহাস সাক্ষী যারা ‘হর ঘর তেরঙ্গা’ অভিযান চালাচ্ছেন তাদের জন্ম দেশবিরোধী সংগঠন থেকে, যারা ৫২ বছর ধরে তেরঙ্গা তোলেনি।

স্বাধীনতা সংগ্রাম থেকে তারা কংগ্রেস দলকে তখনও থামাতে পারেনি এবং আজও থামাতে পারবে না’

রাহুল নাম না নিলেও পরিষ্কার, তিনি আরএসএসের কথাই বলতে চেয়েছেন। এর আগেও রাহুল এই ধরনের খোঁচা দিয়েছিলেন কেন্দ্রকে।

টুইটারে তাঁকে লিখতে দেখা গিয়েছিল, ‘যারা ৫২ বছর ধরে তেরঙ্গা উত্তোলন করেনি, তারা সেনাকে সম্মান করবে না সেটাই স্বাভাবিক।’