টিকার সংকট কাটাতে ২ লক্ষ কোভ্যাক্সিন কিনল রাজ্য

প্রতিশ্রুতি রক্ষা করতে ৫ লক্ষ কোভিড টিকার বরাত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে।সেইমতাে রবিবার রাজ্যে এল ২ লক্ষ কোভ্যাক্সিন।

Written by SNS Kolkata | May 10, 2021 2:23 pm

প্রতিকি ছবি (Photo: iStock)

রাজ্যবাসীকে বিনা খরচায় ভ্যাকসিন দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি রক্ষা করতে ৫ লক্ষ কোভিড টিকার বরাত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। সেইমতাে আপাতত রবিবার সকালে রাজ্যে এসে পৌঁছল ২ লক্ষ কোভ্যাক্সিন।

সকাল পৌনে আটটা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতায় আসে কোভিড টিকা। পুলিশি নিরাপত্তায় তা পৌছে যায় বাগবাজার সেন্ট্রাল মেডিকেল স্টোরে। আজই এই ভ্যাকসিন কলকাতা সহ সব জেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যাবে। কোষাগার থেকে মােটা অংকের অর্থ খরচ করে এই ভ্যাকসিন কিনল রাজ্য।

কোভিশিল্ডের প্রতি ভায়ালের দাম ৪০০ টাকা আর কোভ্যাক্সিনের প্রতি ভায়ালের দাম ৬০০ টাকা ধার্য হয় রাজ্যগুলির জন্য। গড়ে ভায়াল পিছু ৫০০ টাকা দামে কোভ্যাক্সিন কিনল রাজ্য। এদিকে রাজ্যে ইতিমধ্যে এক লক্ষ কো ভ্যাকসিন এসে গিয়েছে। আজ সােমবার আরও সাড়ে তিন লক্ষ কোভিশিল্ড টিকার ডােজ রাজ্যে আসবে।

এই টিকা নিয়ে যাওয়া হবে বাগবাজার সেন্ট্রাল মেডিকেল স্টোরে। রাজ্য সরকার ১৪ লাখ কোভিশিল্ডের ব্রাত দিয়েছে। দেশে দৈনিক ২৫ লক্ষ টিকা উৎপাদন করার ক্ষমতা রয়েছে। মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে নির্দেশ দেওয়ার পরই টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়ােটেক এবং সেরাম ইনস্টিটিউটকে চিঠি লেখেন স্বাস্থ্যদফতন্ত্রে প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম।

চিঠিতে জানান, রাজ্যে সেন্ট্রাল মেডিকেল স্টোরে ৫ লক্ষ কোভিড টিকা মজুত করার পরও অন্যান্য টিকা রাখার যথেষ্ট জায়গা থাকবে। তাছাড়া রাজ্য মধ্যে কোল্ড চেন তৈরি করে ফেলেছে। যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতারাতি টিকা পৌছে দেওয়া যাবে। এর পরই রাজ্যে এসে পৌছল লক্ষাধিক কোভ্যাক্সিন।