• facebook
  • twitter
Wednesday, 28 January, 2026

দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শুরু হচ্ছে ষষ্ঠ বেঙ্গল হিমালয়ান কার্নিভাল

কার্নিভালে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রুরাল ট্যুরিজম ও হোমস্টে ব্যবসাকে।  গোটা দেশের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা ও ট্যুর অপারেটরদের আমন্ত্রণ জানানো হয়েছে এই উৎসবে।

পর্যটকদের জন্য সুখবর। পাহাড়, তরাই ও ডুয়ার্সের পর্যটন সম্ভাবনাকে একত্রে গোটা দেশের সামনে তুলে ধরতে এবার আয়োজন করা হচ্ছে ষষ্ঠ বেঙ্গল হিমালয়ান কার্নিভালের। হিমালয়ান হসপিটালিটি ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক (এইচএইচটিডিএন) এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র উদ্যোগে এই  কার্নিভাল অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়।

এবারের কার্নিভালে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রুরাল ট্যুরিজম ও হোমস্টে ব্যবসাকে।  গোটা দেশের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা ও ট্যুর অপারেটরদের আমন্ত্রণ জানানো হয়েছে এই উৎসবে। অংশগ্রহণ করছে অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটরস অফ ইন্ডিয়া, নেপাল ট্যুরিজম বোর্ড এবং জিটিএর পর্যটন বিভাগ। পাশাপাশি বিভিন্ন হোমস্টে ও স্থানীয় পর্যটন সংস্থাও যুক্ত হচ্ছে এই আয়োজনে।

Advertisement

৩০ জানুয়ারি জলপাইগুড়ির চালসা থেকে এই কার্নিভাল শুরু হবে। ওই দিন চালসা গোলাই  থেকে মূর্তি পর্যন্ত একটি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চালসাকে কেন্দ্র করে লাভা, ঋষভ, গরুবাথান, তোদে ও তাংটারের মতো কম পরিচিত পর্যটনস্থলগুলিকে পর্যটকদের সামনে তুলে ধরাই এবারের অন্যতম লক্ষ্য।

Advertisement

৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি কার্নিভাল অনুষ্ঠিত হবে দার্জিলিংয়ের সিটং এবং কালিম্পংয়ের কাফেরগাঁওতে। সিটংয়ের কমলালেবুর পাশাপাশি চা শিল্প ও সিঙ্কোনার গুরুত্ব সকলকে বোঝানো হবে। অন্যদিকে কাফেরগাঁওতে স্থানীয় হোমস্টে ও গ্রামীণ পর্যটনের সম্ভাবনার কথা

এই কার্নিভালে দেশের বিভিন্ন প্রান্ত অর্থাৎ দিল্লি, কোচি, কেরল, পাটনা থেকে প্রায় ৩০ জন ট্যুর অপারেটর ও ১০টি বার্ডিং টিম অংশ নেবে। বার্ডিং টিম একটি বিস্তারিত রিপোর্ট রাজ্যের পর্যটন দপ্তরের হাতে তুলে দেবে। আয়োজকদের মতে, হিমালয় মানেই শুধু উত্তরাখণ্ড বা সিকিম নয়, পশ্চিমবঙ্গের পাহাড়, এই অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্ভাবনা গোটা দেশের সামনে তুলে ধরাই  এই কার্নিভালের মূল উদ্দেশ্য।

Advertisement