• facebook
  • twitter
Wednesday, 28 January, 2026

পশ্চিমী ঝঞ্ঝার জেরে কমছে শীতের দাপট, মাঘেই বাংলায় তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত

রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪৭ থেকে ৯১ শতাংশের মধ্যে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় শীতের দাপট ক্রমশ কমছে। মাঘ মাসের মাঝামাঝিতেই রাজ্য থেকে শীত বিদায় নিতে চলেছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতায় ইতিমধ্যেই রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের তুলনায় বেশি। ফলে আগামী দিনে রাতের পারদ আরও ঊর্ধ্বমুখী হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আবহাওয়া দপ্তরের মতে, ভারতের উত্তর-পশ্চিম অংশে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ায় শীতল উত্তুরে হাওয়ার প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। এর প্রভাব সরাসরি পড়ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। ফলে জানুয়ারির শেষের দিকে এসে শীতের তীব্রতা আর বাড়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে আগামী কয়েক দিন কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, তবে ফেব্রুয়ারির শুরু থেকেই ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়তে পারে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি।  আগামী সাত দিন রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলায় শীত অনুভব করা যাবে না, যদিও রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪৭ থেকে ৯১ শতাংশের মধ্যে।

Advertisement

অন্যদিকে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষ দিকে দার্জিলিংয়ে হালকা তুষারপাতের পাশাপাশি বৃষ্টিও হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও দু- এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে। তবে আপাতত উত্তরবঙ্গে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। আগামী কয়েক দিনে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

Advertisement