• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

মুন্ডুহীন শিশুকন্যার দেহ উদ্ধার

একটি কুকুর এলাকার খালপাড় থেকে দেহটি মুখে করে তুলে আনে। কন্যা সন্তান বলে নৃশংসভাবে খুন করা হয়েছে নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী ছবি (ছবি: iStock)

সােমবার সকাল এগারোটা নাগাদ ডায়ামন্ড হারবারের উত্তর হাজিপুর অঞ্চলে রাস্তার পারে একটি বাড়ির সামনে মুন্ডুহীন শিশুকন্যার দেহ উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

খবর পেয়ে ডায়মড় হারবার থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সূত্রের খবর, সম্ভবত মুণ্ডুহীন শিশুকনা সদ্যোজাত। একটি কুকুর এলাকার খালপাড় থেকে দেহটি মুখে করে তুলে আনে। কন্যা সন্তান বলে নৃশংসভাবে খুন করা হয়েছে নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement