• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গড়বেতায় বাস-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩

মেদিনীপুর, ১৪ আগস্ট–ভয়াবহ সড়ক দুর্ঘটনা মেদিনীপুরে । রবিবার দুপুরে গড়বেতা এলাকায় বাস-লরির মুখোমুখি সংঘর্ষ হয়। লরির ধাক্কায় উলটে যায় যাত্রীবোঝাই বাসটি। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। জখম অন্তত ১১। মেদিনীপুরের গোয়ালতোড় এলাকার বাসটির দুর্ঘটনার সময় বাসে বেশি সংখ্যক যাত্রী ছিল না বলেই দাবি স্থানীয়দের। ১৫-২০ জন যাত্রী নিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পরে। যাত্রীরা কমবেশি সকলেই

মেদিনীপুর, ১৪ আগস্ট–ভয়াবহ সড়ক দুর্ঘটনা মেদিনীপুরে । রবিবার দুপুরে গড়বেতা এলাকায় বাস-লরির মুখোমুখি সংঘর্ষ হয়। লরির ধাক্কায় উলটে যায় যাত্রীবোঝাই বাসটি। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। জখম অন্তত ১১।

মেদিনীপুরের গোয়ালতোড় এলাকার বাসটির দুর্ঘটনার সময় বাসে বেশি সংখ্যক যাত্রী ছিল না বলেই দাবি স্থানীয়দের। ১৫-২০ জন যাত্রী নিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পরে। যাত্রীরা কমবেশি সকলেই জখম। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে লরিটি বাসে ধাক্কা মেরে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে একটি কাঁচা বাড়িতে ঢুকে যায় লরিটি।

Advertisement

ইতিমধ্যে ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলে লরি এবং বাসের চালক ও এক মহিলার মৃত্যু হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Advertisement

Advertisement