সরকারি ভাষার তালিকাভুক্ত তেলেগু

খড়গপুরের তেলুগুভাষী বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, তেলেগুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হােক।বিধানসভায় সংশােধনী বিল এনে সেই দাবিকে মান্যতা দেওয়া হল।

Written by SNS Kolkata | February 9, 2021 5:44 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

খড়গপুরের তেলুগুভাষী বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, তেলেগুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হােক। সােমবার বিধানসভায় সংশােধনী বিল এনে সেই দাবিকে মান্যতা দেওয়া হল।

এদিন বিধানসভায় এই বিল এনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, কোনও পুরসভা এবং বিধানসভা এলাকার অন্তত ১০ শতাংশ মানুষ যদি নির্দিষ্ট ভাষাভাষী হন, তাহলে সেই ভাষাকে সেখানকার সরকারি ভাষার অন্তর্ভুক্ত করা যায় ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী খড়গপুরে প্রায় ১ লক্ষ ৪ হাজার ৬০০ মানুষের বাস।

যার মধ্যে ৬৮২০০ জন, তেলেগু ভাষী। যা অঙ্কের হিসেবে প্রায় ৩৩ শতাংশ। তাই এই ভাষাকে ওই আপলের সরকারি ভাষার মর্যাদা দেওয়া হল আইনের সংশােধনী এনে। সােমবার বিধানসভায় এই বিল নিয়ে আলােচনার সময়ে তেলেগু ভাষায় বক্তব্য রাখেন রাজ্যে নারী, শিশু ও সমাজকল্যান দফতরের মন্ত্রী শশী পাঁজা।

জন্মসূত্রে যার মাতৃভাষা তেলেগুও। রাজ্য সরকার ইতিমধ্যেই বারোটি ভাষাকে আইন সংশােধনীর মাধ্যমে নির্দিষ্ট এলাকায় সরকারি ভাষার তালিকাভুক্ত করেছে। এর মধ্যে উর্দু, নেপালি, কামতাপুরী, কুর্গ, কুরমালি ইত্যাদি ভাষাও ছিল। সােমবার বিধানসভা অধিবেশনের শেষ দিনে সেই তালিকাও যােগ হল তেলেগু ভাষা।

এছাড়া এদিন ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় সংশােধনী বিল এনে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়কে সাঁওতালি ভাষা সাহিত্যিক সাধু রামাদ মুর্মুর নামে করার বিষয়টি পাশ করা হল বিধানসভায়।