• facebook
  • twitter
Sunday, 15 September, 2024

ত্রিপুরায় সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা ঘোষণা অমিত শাহের

২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, তার আগে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসকে প্রকারান্তরে নির্বাচনী সভা বলে অনেকেই মনে করছেন।

Kolkata: Union Home Minister Amit Shah addresses a press meet, in Kolkata on Nov 6, 2020. (Photo: IANS)

সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা ঘোষণা করলেন অমিত শাহ বিজেপি আইপিএফটি সরকারের চতুর্থ বর্ষপূর্তী উপলক্ষ্যে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনটা জানান।

ত্রিপুরার নারীদের জন্য সরকারি চাকরিতে আসন সংরক্ষণের বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন।

তিনি বলেন, ত্রিপুরায় জাতীয় ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। ২০০ কোটি টাকা ব্যয় করা হবে।

গত চার বছরে ত্রিপুরাবাসীর মাথাপিছু আয় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কৃষকদেরও আয় দ্বিগুন বৃদ্ধি পেয়েছে।

দেশের বিভিন্ন অংশের সঙ্গে আগরতলাকে জুড়ে দেওয়া হয়েছে। ৫৪২ কিলোমিটার সড়ক তৈরি করা হয়েছে।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে রাজ্যে অপরাধ প্রবণতা ৩০ শতাংশ কমে গেছে।

আগে মাত্র ৫ শতাংশ অপরাধের মামলার বিচার হত, এখন ৫৩ শতাংশ অপরাধের মামলার বিচার হয়। বলা ভালো বিপ্লব দেব সরকার রাজনৈতিক সংঘর্ষে ইতি টেনে দিয়েছে।

২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, তার আগে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসকে প্রকারান্তরে নির্বাচনী সভা বলে অনেকেই মনে করছেন।