“অশান্তিতে যুক্ত দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”: জাভেদ শামীম

বিজেপির ‘সাসপেন্ড’ হওয়া জাতীয় মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যর জের রাজ্যের একাধিক জেলায়।হাওড়া, মুর্শিদাবাদ,নদিয়ার অনেক এলাকায় সমস্যা তৈরী হয়েছে।

Written by SNS Kolkata | June 13, 2022 6:17 pm

বিজেপির ‘সাসপেন্ড’ হওয়া জাতীয় মুখ পাত্র নূপুর শর্মা র বিতর্কিত মন্তব্য র জের রাজ্যের একাধিক জেলায়। হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়ার বেশ কিছু এলাকায় সমস্যা তৈরী হয়েছে।

তবে গোটা পরিস্থিতি যে কঠিন হতে নিয়ন্ত্রণ করবে প্রশাসন, বলে সোমবার নবান্নে জানালেন এডিজি আইন-শৃঙ্খলা জাবেদ শামীম।

এদিন তিনি বলেন,” কাউকে রেয়াত করা হবে না। অশান্তির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক কঠোর ধারায় অভিযোগ দায়ের করা হবে তারা এতে সর্বোচ্চ সাজা পায় তা নিশ্চিত করা হবে।”

গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই সক্রিয় মুখ্যমন্ত্রী। কঠোর হাতে অশান্তি দমন করছে প্রশাসন। চলছে ধর পাকড়।

সোমবার রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলেন ,” অশান্তির ঘটনাতে সোমবার দুপুর পর্যন্ত ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

৪২ টি মামলা দায়ের করা হয়েছে। ১৪৪ ধরা জারি করা হয়েছে বিভিন্ন জায়গায়। ” আজ জেলা শাসকদের সাথে ভার্চুয়াল মিটিং করবেন মুখ্য সচিব।