• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এবার বঙ্গ বিজেপিতে বিক্ষুব্ধদের চিন্তন শিবির

বঙ্গ বিজেপির একটা বড় অংশই মনে করছেন, রাজ্য বিজেপির রাশ এখন দল বদলুদের হাতে। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা এই অংশের।

এবার বিক্ষুব্ধ কাটাতে বিদ্ধ বঙ্গ বিজেপি। দলের বিরুদ্ধেই এবার চিন্তন শিবিরের ডাক। এক কথায় ‘অফিসিয়াল’দের বিরুদ্ধে এবার নিজেদের শক্তি প্রদর্শন করতে ময়দানে নামছেন তথাগত রায়, চন্দ্র বোসেরা।

সূত্রের খবর, বঙ্গ বিজেপির একটা বড় অংশই মনে করছেন, রাজ্য বিজেপির রাশ এখন দল বদলুদের হাতে। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা এই অংশের।

Advertisement

এর আগে একাধিক বার সোশ্যাল মিডিয়াতে ‘ কা মি নি কাঞ্চন ‘ প্রসংগ তুলে রাজ্য নেতৃত্বকে চরম অস্বস্তিতে ফেলে ছিলেন তথাগত রায়।

Advertisement

এর পাশাপাশি দলীয় সমীকরনের কারণে বিজেপিতে এক ঘরে হয়ে যান রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু , রিতেশ তিওয়ারি, রাহুল সিনহারা।

এই তালিকায় আছেন মোহিত রায়,অম্বুজ মহাপাত্র বিজেপির সংখ্যালঘু শাখার প্রাক্তন রাজ্য সহ-সভাপতি শামসুর রহমানরা।

দলের একাধিক সিদ্ধান্ত নিযে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ( সংগঠন) বি এল সন্তোষ কে একাধিক বার চিঠি দিলেও আখেরে লাভ কিছুই হয় নি।

আর তাই এবার এই ধরনের চিন্ত ন বৈঠক করবেন তাঁরা। সূত্রের খবর, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই বৈঠক হবে।

Advertisement