দুর্গাপুজোয় বিদ্যুৎ সরবরাহে যেন কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ নিল রাজ্যের বিদ্যুৎ দপ্তর। বুধবার বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, পুজোর চারদিনেই রাজ্যের প্রতিটি অঞ্চলে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা থাকবে, যাতে যেকোনও বিপর্যয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় এবং দ্রুত সমাধান করা যায়।
বিদ্যুৎ দপ্তরের পরিসংখ্যান বলছে, দুর্গাপুজোর সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় বিদ্যুতের চাহিদা বেড়ে যায় প্রায় ২০ থেকে ২৫ শতাংশ। আলোকসজ্জা, মণ্ডপের আলোকায়ন ও অতিরিক্ত লোড সামলাতে ইতিমধ্যেই সমস্ত সাবস্টেশন ও ট্রান্সফর্মার চেকিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎমন্ত্রী জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ মেরামতি টিমকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে এবং প্রতিটি এলাকায় বাড়ানো হয়েছে টেকনিশিয়ানদের সংখ্যা।
Advertisement
তিনি আরও বলেন, ‘পুজোর সময় পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে বিদ্যুৎ দপ্তর। কোনও এলাকায় সমস্যার খবর পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’ কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম-সহ সব জেলাতেই বিশেষ নজরদারি চালানো হবে।
Advertisement
রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে, এ বছর দুর্গাপুজোয় বিদ্যুতের চাহিদা নতুন রেকর্ড স্পর্শ করতে পারে। তাই সরবরাহে যাতে কোনও ঘাটতি না হয়, তার জন্য উৎপাদন কেন্দ্রগুলিকেও পূর্ণ সক্ষমতায় প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে, বিদ্যুৎ চুরি বা বেআইনি সংযোগের উপরও কড়া নজর থাকবে, যাতে কোনওভাবে গ্রিডে চাপ না পড়ে।
দপ্তরের আশা, এ বছর পুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় থাকবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন।
Advertisement



