• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গ্রামীণ স্বচ্ছতা বিকাশে সাফল্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং রাজ্য পঞ্চায়েত দপ্তরের সহযোগিতায় শুরু হয়েছে গ্রামীণ উন্নয়ন এবং স্বচ্ছতা বিকাশের কাজ।

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং রাজ্য পঞ্চায়েত দপ্তরের সহযোগিতায় শুরু হয়েছে গ্রামীণ উন্নয়ন এবং স্বচ্ছতা বিকাশের কাজ। কতটা এগিয়েছে সেই উন্নয়নের কাজ? কতটা স্বচ্ছ হয়েছে গ্রাম বাংলা? এই আলোচনা করতেই শনিবার সোনারপুরে সংশ্লিষ্ট জেলার ৩১০টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, প্রতিটি ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে ‘স্বচ্ছ ভারত’ গ্রামীণ বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল।

বৈঠকে পৌরহিত্য করেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার, রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব তথা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের মিশন ডিরেক্টর-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’-এ কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট জেলার সমস্ত ব্লকে একসঙ্গে ‘ই-কার্ট’ ব্যবহার চালু হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে। এর আগে চলবে প্রচার। বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুততার সঙ্গে কাজ করছে সংশ্লিষ্ট জেলা বৈঠকে সেই খতিয়ান তুলে জানানো হয়েছে, ১৭৮টি গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মিত হয়েছে এবং আরও ৫৯টি গ্রাম পঞ্চায়েতে তার নির্মাণ কার্য শেষ হবে আগামী নভেম্বর মাসের মধ্যে। বাকি ৭৩টি গ্রাম পঞ্চায়েতকে ২৩৭টি ব্যবস্থাপনা কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হবে। তরল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ৩৮ হাজারের বেশি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

Advertisement

এখানেই শেষ নয়, বৈঠকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলা পঞ্চায়েত দপ্তর থেকে ১০টি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ইউনিট তৈরির অনুমোদন পেয়েছে, যার মধ্যে ৯টি প্রস্তুত। প্রাথমিক পর্যায়ে সাগর, গোসাবা এবং বিষ্ণুপুর-১ ইউনিটে এর কাজ শুরু হয়েছে। এদিনের বৈঠকে জানানো হয়েছে, বাকি ৭টি ব্লকে আগামী ৫ জুন সংশ্লিষ্ট ইউনিটের উদ্বোধন করা হবে। সেই সঙ্গে গ্রামীণ অঞ্চলকে স্বচ্ছ রাখতে লক্ষ্যমাত্রা অনুযায়ী তৈরি করা হয়েছে শৌচাগারও। এর খতিয়ান পেশ করে বৈঠকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলা জুড়ে ইতিমধ্যেই ১৬ লক্ষের বেশি পারিবারিক শৌচাগার নির্মাণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে আরও ৭০ হাজার পারিবারিক শৌচাগার নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়েছে পঞ্চায়েত দপ্তর এবং জেলা প্রশাসন। সবমিলিয়ে পঞ্চায়েত দপ্তরের লক্ষ্যকে বাস্তবায়নে তৎপরতার সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

Advertisement

Advertisement