প্রদেশ কংগ্রেস সভাপতির মতামত নিয়ে আলােচনা হলেও ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন সনিয়া গান্ধী। এমনটাই জানালেন এআইসিসি-র নেতা সলমন খুরশিদ।
তিনি বলেন, “আমি কলকাতায় এসেই জানতে পারলাম ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘােষণা হয়েছে। তাই এই বিষয়ে এআইসিসি-র ভান্না কী তা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়।
Advertisement
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই জানিয়েছিলেন, ভবানীপুরের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে চান না। যদিও সেই সময় তিনি জানিয়েছিলেন, এটা তাঁর ব্যক্তিগত মত।
Advertisement
নীলবাড়ির লড়াইয়ে সংযুক্ত মাের্চারপক্ষে ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। ওই আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন যুব কংগ্রেসের সভাপতি সাদাব খান। এআইসিসি-র শীর্ষ নেতা সলমনকে অধীরের ইচ্ছা ’সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্নকরা হয়।
জবাবে সলমন বলেন, “প্রদেশ কংগ্রেস সভাপতির ইচ্ছার কথা অবশ্যই শুনবে এআইসিসি। বিষয়টি নিয়ে আলােচনাও হবে। তবে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন এআইসিসি নেতৃত্ব এবং আমাদের সভানেত্রী।”
Advertisement



