• facebook
  • twitter
Tuesday, 6 May, 2025

ওএমআরে সমস্যা থাকায় ‘অযোগ্য’ বলে চিহ্নিত, শুরু নতুন আন্দোলন

তাঁদের যুক্তি, আদালতে ওএমআরশিট কারচুপির বিষয়টি এখনও প্রমাণিত হয়নি। তাই এসএসসি তাঁদের অযোগ্য বলে চিহ্নিত করতে পারেন না।

ফাইল চিত্র

ওএমআর শিটে সমস্যা থাকায় ‘যোগ্য’দের তালিকা থেকে নাম বাদ গিয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে নতুন করে আন্দোলন শুরু করেছেন সেই ‘অযোগ্য’ চাকরিহারারা। তাঁদের যুক্তি, আদালতে ওএমআরশিট কারচুপির বিষয়টি এখনও প্রমাণিত হয়নি। তাই এসএসসি তাঁদের অযোগ্য বলে চিহ্নিত করতে পারেন না। এভাবে তাঁদের বেতন বন্ধ করে দেওয়া যায় কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। অন্যদিকে, বিভিন্ন দাবিতে এসএসসি দপ্তরের সামনে এখনও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরিহারাদের একাংশ। বৃহস্পতিবার বিকেলে এসএসসি দপ্তরের সামনে এই দুই আন্দোলনে শামিল চাকরিহারারা উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন।

বৃহস্পতিবার চতুর্থ দিনে পড়েছে যোগ্য চাকরিহারাদের অবস্থান কর্মসূচি। প্রথম দিনের থেকে অনেকটাই কমতে শুরু করেছে আন্দোলনের ঝাঁঝ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একে একে স্কুলে ফিরতে শুরু করেছেন তাঁরা। সেই কারণে এসএসসি অফিসের সামনে আন্দোলনকারীর সংখ্যা কমতে শুরু করেছে। বৃহস্পতিবারও বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা স্কুলে গিয়েছেন। তবে আন্দোলনের ময়দান ছাড়তে চাইছেন না তাঁরা। অনেকেই এসএসসি দপ্তরের সামনে বসে রয়েছেন। এসএসসি দপ্তরের সামনে মাত্র ৫০০ মিটারের ব্যবধানে দুটি আন্দোলনে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একপক্ষকে লক্ষ্য করে উত্তপ্ত বাক্য ছুঁড়ে দিচ্ছে অপরপক্ষ। যদিও এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। একই জায়গায় এই দুই আন্দোলনের অনুমতি পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক চাকরিহারাই।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে ১৭ হাজার ২০৬ জন শিক্ষকের একটি তালিকা জমা দিয়েছিল। শীর্ষ আদালত সেই সময় জানিয়েছিল, এই ১৭,২০৬ জনের মধ্যে যাঁদের ‘অযোগ্য নয়’ বলে চিহ্নিত করা যাবে তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। ইতিমধ্যেই এসএসসি এই তালিকা থেকে যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত নন, তাঁদের একটি নতুন তালিকা তৈরি করেছে। সেই তালিকা প্রথমে পাঠানো হয় শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই এই তালিকা জেলা স্কুল পরিদর্শকদের হাত ঘুরে বেশিরভাগ স্কুলে পৌঁছে গিয়েছে। মোট ১৫ হাজার ৪০৩ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে। ১৭ হাজার ২০৬ জনের মধ্যে ১৮০৩ জনকে ‘যোগ্য নন’ বলে চিহ্নিত করেছে এসএসসি। তাঁদের ওএমআর শিট সহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। এই চাকরিহারাদের একাংশই বৃহস্পতিবার এসএসসি দপ্তরের সামনে নতুন করে অবস্থান শুরু করেছে।

অপরদিকে নিবেদিতা ভবনে শিক্ষাকর্মীদের অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিন জন শিক্ষাকর্মী। তবে তাঁরা অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। করুণাময়ীতে বাতিল হওয়া শিক্ষাকর্মীদের অবস্থান চলছে। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য বলে চিহ্নিত নন এ রকম শিক্ষকরা স্কুলে ফিরতে পারলে শিক্ষাকর্মীরা পারবেন না কেন? তাঁদেরও স্কুলে ফেরার ব্যবস্থা করুক সরকার।