হাথরসের ঘটনায় এবার সত্যাগ্রহ আন্দোলনে যােগ দিলেন। পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের নেতৃবৃন্দ। শহরের বিজয়তোরণ এলাকার সামনে ওই প্রতিবাদ সত্যাগ্রহ কর্মসূচি থেকে দলিত তরুণীকে হত্যার তীব্র নিন্দা করা হয় ।
জেলা যুব সংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার, এআইসিসি’র সদস্য অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা যােগ দেন সভায়। বিভিন্ন এলাকা থেকে কংগ্রেস কর্মী সমর্থকরাও সত্যাগ্রহে অংশ নেন। কংগ্রেস নেতারা অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেছেন।
Advertisement
অন্যদিকে প্রবীন কংগ্রেস নেতা বাবলু দাস যুব কংগ্রেসের এই আন্দোলনকে প্রাসঙ্গিক বলে মন্তব্য করার পাশাপাশি উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছেন।
Advertisement
অন্যদিকে ভাতারে কংগ্রেস ও সিপিএম যৌথভাব ওই ঘটনার প্রতিবাদে নামে। এছাড়াও শহর বর্ধমানের বিজয় তােরণে নারী নির্যাতনের বিরুদ্ধে পথসভা করে সিপিএম।
Advertisement



