• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

এবারে বেশি পুজো উদ্বোধনের  অনুরোধ আসছে : মমতা

আশঙ্কা করা হচ্ছিল, মানুষের কাছে থেকে উৎসবে না ফেরার ডাকে সাড়া মিলতে পারে। কিন্তু সেই আশঙ্কাকে সম্পূর্ণ নস্যাৎ করে মহালয়ার দিন থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন দর্শনার্থীরা।

গতবারের থেকে আরও বেশি পুজোর উদ্বোধন করার অনুরোধ পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বড়িশা ক্লাবের পুজোর উদ্বোধনে গিয়ে এ কথা জানান মমতা। বুধবারের পর বৃহস্পতিবারও একাধিক পুজোর উদ্বোধন করেছেন তিনি। এদিন বিকেলে টালা প্রত্যয়ের পুজো মণ্ডপে উপস্থিত হয়ে দুর্গার কাছে মুখ্যমন্ত্রী প্রার্থনা করেন ‘মা, দুর্যোগ কাটিয়ে দাও’।

এদিন মমতা বলেন, ‘বন্যার জন্য ভেবেছিলাম এবার পুজোর অনুষ্ঠানগুলো নাও হতে পারে। কিন্তু পরে দেখলাম গতবারের থেকে এবারে আরও বেশি রিকোয়েস্ট আসছে।’
গত ৩ দিনে গড়ে শুধুমাত্র জেলার প্রায় ৪০০টি করে পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ মোট প্রায় ১২০০টি পুজোর উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালি এই পুজোগুলোর উদ্বোধন করেছেন তিনি। এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে দাঁড়িয়ে উৎসবের সূচনা করেছিলেন মমতা। পাশাপাশি বুধবার চেতলা অগ্রণী সহ কলকাতার একাধিক পুজোরও উদ্বোধন করেছেন তিনি। বৃহস্পতিবার টালা প্রত্যয়, আলিপুর, ২৫ পল্লি, ৭৪ পল্লি সহ একাধিক পুজোর উদ্বোধন করেন মমতা। এদিন মমতা বলেন, ‘শুক্রবার ত্রিধারা থেকে ৪০০ পুজোর উদ্বোধন করব। পরের দিন পুলিশের বডি গার্ড লাইনস থেকে জেলার আরও ৪০০ পুজোর উদ্বোধন করব। বুঝতেই পারছেন, এই কয়েকদিন টাফ শিডিউল। নাও করতে পারি না, কারণ, তাঁরা চান, আমি উদ্বোধন করি।’
উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, আজ অর্থাৎ শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। এর জেরে আজ থেকেই বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা সহ গোটা দক্ষিণবঙ্গ। আগামীকাল অর্থাৎ শনিবারও আকাশে কালো মেঘের দেখা মিলতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। এমনিতেই কয়েকদিন আগে বন্যা পরিস্থিতির জেরে বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ। এখনও পুরোপুরি সামলানো যায়নি পরিস্থিতি। ত্রাণ শিবিরে রাত কাটাচ্ছেন ভিটে হারা মানুষ। এই পরিস্থিতিতেই দুর্যোগ কাটিয়ে দেওয়ার প্রার্থণা করেছেন মমতা। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই টালা প্রত্যয়ের উদ্যোক্তারা বলেন, ‘আপনি আছেন। বাংলায় কোনও দুর্যোগ আসবে না।’
এদিন আলিপুর সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানকার শিল্পী আমার পরিচিত। মাতৃ প্রতিমা খুব ভালো হয়েছে। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। খুব বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টির মধ্যেই আমাকে অনুষ্ঠান চালিয়ে যেতে হচ্ছে। আরও অনেক অনুষ্ঠান আছে। অনেক জায়গায় যেতে হবে।’
কোলাহলের দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মমতাকে ক্যানভাসে ছবি আঁকতে দেখা যায়। এছাড়াও এদিন বেহালা নতুন দল, বরিষা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লি, বোসপুকুর তালবাগান, শীতলা মন্দিরের দুর্গাপুজো, আদি বালিগঞ্জ, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের দুর্গাপুজো সহ একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করেন মমতা।
আরজি কর কাণ্ডের আবহে ‘উৎসবে ফিরছি না’ লিখে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা হয়েছিল। আশঙ্কা করা হচ্ছিল, মানুষের কাছে থেকে উৎসবে না ফেরার ডাকে সাড়া মিলতে পারে। কিন্তু সেই আশঙ্কাকে সম্পূর্ণ নস্যাৎ করে মহালয়ার দিন থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন দর্শনার্থীরা। শুধু কলকাতায় এমন ছবি তা কিন্তু নয়। জেলার প্যান্ডেলগুলিতেও একই ছবি দেখা যাচ্ছে।

Advertisement

Advertisement