• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

পুজোয় বৃষ্টির সম্ভাবনা

৩০ সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা রয়েছে। চতুর্থী থেকে বৃষ্টি বাড়তে পারে। আর বাকি পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মহালয়ার গোটা দিনই আকাশ মুখভার করে রয়েছে। ইতিউতি মেঘের আনাগোনা চোখে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, পুজোয় ভাসতে পারে বাংলার একাধিক জেলা। হাওয়া অফিসও তেমন পূর্বাভাসই দিয়েছে। আগামী সপ্তাহ থেকেই ঢাকে কাঠি পড়তে চলেছে। কিন্তু এই সপ্তাহেও সক্রিয় নিম্নচাপ স্পষ্ট। তাই পুজোয় বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন রাজ্য জুড়ে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার থেকে দফায় দফায় কমবেশি বৃষ্টি হতে পারে। তবে ২৬ সেপ্টেম্বর থেকে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে আগামী দুই দিনে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার এই পাঁচ জেলায় রবিবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চাপা গরম অনুভূত হবে বঙ্গবাসীর। আগামী ২৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করবে। ৩০ সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা রয়েছে। চতুর্থী থেকে বৃষ্টি বাড়তে পারে। আর বাকি পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

Advertisement

Advertisement