• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আদালতের রায়ে শীঘ্রই শুরু গোঘাট-কামারপুকুর রেল পরিষেবা

সম্প্রতি কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে রেলকে শুরু করতে হবে ভাবাদিঘির আটকে থাকা রেললাইন পাতার কাজ।

প্রতীকী চিত্র।

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, আগামী বছর থেকে শুরু হতে চলেছে গোঘাট থেকে কামারপুকুরে রেল পরিষেবা। রেলের এই খবরে সেজে উঠেছে ঠাকুর রামকৃষ্ণেদেবের জন্মস্থান কামারপুকুরের রেল স্টেশন। সম্প্রতি মা সারদার জন্মস্থান জয়রামবাটি স্টেশন পর্যন্ত শুরু হয়েছে রেল চলাচল। কবে মায়ের বাড়ি ছুঁয়ে ঠাকুরের জন্মস্থানে রেল আসবে, সেই প্রতীক্ষায় প্রহর গুনছেন স্থানীয় লোকজন।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে রেলকে শুরু করতে হবে ভাবাদিঘির আটকে থাকা রেললাইন পাতার কাজ। এই কাজে রেলকে সাহায্য করবে রাজ্য। রেল সূত্রে খবর, ভাবাদিঘির ৯৫০ মিটার এলাকার সমস‌্যা বাদ দিয়ে প্রকল্পের আর সব কাজই সেরে ফেলতে চাইছে রেল। মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাবকালীন তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের মধ্যে রেল চালু করতে চেয়েছিলেন। কিন্তু ভাবাদিঘি জটের কারণে থমকে যায় তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ। এরপর শুরু হয় দিঘি রক্ষার আন্দোলন।

Advertisement

অন্যদিকে রেল চালানোর দাবি জোরদার হয়। সম্প্রতি ভাবাদিঘির জট কাটিয়ে তিন মাসের মধ্যে রেল চালানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের থেকে সবুজ সংকেত পাওয়ার পর জোকদমে শুরু হয়েছে কামারপুকুর রেল স্টেশন সাজানোর কাজও। রেললাইন পাতা থেকে শুরু করে স্টেশনের শেড, লাইট, ওভারব্রিজ ও জল লাইনের কাজ প্রায় শেষের দিকে। খুব তাড়াতাড়ি কামারপুকুর স্টেশন তৈরির কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।

Advertisement

Advertisement