লিওনেল মেসির অনুষ্ঠানের ভাঙচুরের ঘটনায় এবার মূল আয়োজক শতদ্রু দত্তের হুগলির বাড়িতে হানা দিল পুলিশ। শুক্রবার সকালে শতদ্রুর রিষড়ার বাড়িতে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশের একটি দল। বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পাশাপাশি তিলতলা বাড়ির তল্লাশি চালানো হয়। অন্যদিকে স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে হাজির করানো হবে বলে খবর।
শুক্রবার সকালে প্রথমে রিষড়া থানায় যায় বিধাননগর পুলিশের দলটি। দলে এক মহিলা পুলিশকর্মী-সহ পাঁচ পুলিশ আধিকারিক ছিলেন। এর পর রিষড়া থানার পুলিশের সহযোগিতায় তাঁরা রিষড়ার বাঙুর পার্কে শতদ্রুর বাড়িতে পৌঁছোন। ঝাঁ-চকচকে তিনতলা বাড়িতে সুইমিং পুল এবং ফুটবল খেলার মাঠ রয়েছে। তবে বাড়িতে সে সময় পরিচারিকা ছাড়া কেউ ছিলেন না। তদন্তকারীরা তাঁর সঙ্গে কথা বলেন। পাশাপাশি, বাড়ির ঘরে ঘরে তল্লাশি চালানো হয়। তবে কোনও কিছু বাজেয়াপ্ত করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।
Advertisement
Advertisement
Advertisement



