• facebook
  • twitter
Friday, 13 December, 2024

মহরম নিয়ে শান্তি সভা গলসিতে

নিজস্ব সংবাদদাতা, মঙ্গলকোট, ১২ জুলাই :  পূর্ব বর্ধমানের গলসি থানা,গলসি ১ এবং গলসি ২ ব্লকের উদ্যোগে শুক্রবার মহরম উপলক্ষে সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল। গলসি ২ বিডিও কনফারেন্স হলে এই সভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডি,এস,পি ক্রাইম সুরজিৎ মন্ডল, গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার অরুণ কুমার সোম,গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আল্পনা বাগ্দী, গলসি ২ পঞ্চায়েত

নিজস্ব সংবাদদাতা, মঙ্গলকোট, ১২ জুলাই :  পূর্ব বর্ধমানের গলসি থানা,গলসি ১ এবং গলসি ২ ব্লকের উদ্যোগে শুক্রবার মহরম উপলক্ষে সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল। গলসি ২ বিডিও কনফারেন্স হলে এই সভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডি,এস,পি ক্রাইম সুরজিৎ মন্ডল, গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার অরুণ কুমার সোম,গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আল্পনা বাগ্দী, গলসি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা, সমাজসেবী জনার্দন চট্টোপাধ্যায়,দুই ব্লকের বিডিওর প্রতিনিধি ও এলাকার মহরম কমিটিবৃন্দ। বিভিন্ন মহরম কমিটির সমস্যা শুনে তার প্রতিকার করতে গলসি থানা সর্বদায় সচেষ্ট। ওসি অরুন কুমার সোমের পরিচালনায় এই সমন্বয় সভায় ও ব্যাবস্থাপনায় খুশী সকলে। গলসি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা জানান, -“মুসলিমদের মহরম উৎসব হচ্ছে শোকের উৎসব। নামাজ পড়া ও রোযা রাখা সকলের কর্তব্য এই মহরমে”। অথচ লাঠিখেলা কিংবা অস্ত্র নিয়ে আনন্দ করা উচিৎ নয় বলে তিনি মন্তব্য করেন। ডি,এস,পি ক্রাইম সুরজিৎ মন্ডল জানান-,এলাকায় শান্তিভাবে মহরম উৎসব পালিত হবে বলে তিনি আশাবাদী। সমগ্র এই সমন্বয় সভাটি সঞ্চালনা করেন গলসি থানার ওসি অরুণ কুমার সোম।