• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রাজ্যের ৪২ আসনে মমতাই আমাদের মুখ, প্রার্থীর সমর্থনে গলসিতে দাবি সভানেত্রীর

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২৩ মে– অনান্য শাখা সংগঠনের পাশাপাশি এবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনে তৃণমূল প্রার্থীর সর্মথনে শেষ বেলার প্রচারে নামলেন মহিলারা৷ জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে এদিন গলসি- ২ ব্লকের মসজিদপুর অঞ্চলে পথসভা ও কর্মীসভার আয়োজন করা হয়৷ জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এর সভানেত্রী শিখা সেনগুপ্ত সহ ওই এলাকার মহিলা নেত্রীরা যোগ

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২৩ মে– অনান্য শাখা সংগঠনের পাশাপাশি এবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনে তৃণমূল প্রার্থীর সর্মথনে শেষ বেলার প্রচারে নামলেন মহিলারা৷ জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে এদিন গলসি- ২ ব্লকের মসজিদপুর অঞ্চলে পথসভা ও কর্মীসভার আয়োজন করা হয়৷ জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এর সভানেত্রী শিখা সেনগুপ্ত সহ ওই এলাকার মহিলা নেত্রীরা যোগ দেন প্রচারে৷ বিষ্ণুপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এর পক্ষে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকার মহিলারা অংশ নেন কর্মী সভাতেও৷

এদিনের পথসভার মুখ্য বক্তা ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এর সভানেত্রী শিখা সেনগুপ্ত৷ তিনি বলেন বিষ্ণুপুর লোকসভা ভোটে সুজাতা মন্ডল প্রার্থী হলেও রাজ্যের ৪২ আসনেই আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি প্রকল্পের কথা উল্লেখ করে মহিলাদের মূল্যবান ভোট তাদের পক্ষে দেবার আবেদন রাখেন৷ স্থানীয়দের উদ্যেশে তিনি বলেন এখানকার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সাংসদ থেকেও কোন উন্নয়ন করেননি৷ এমনকি ভগ্নপ্রায় একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতিও রাখেননি৷ সেই সেতুর জন্য অর্থ বরাদ্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ এর পাশাপাশি বিজেপির ধর্মের রাজনীতি নিয়ে মহিলাদের আলাদা করে সচেতন করেন জেলা সভানেত্রী৷

Advertisement

Advertisement

Advertisement