শহরের নানা প্রান্তে রাতভর রাস্তা ও ফুটপাত জুড়ে গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে বাধা পাচ্ছে নিয়মিত জঞ্জাল পরিষ্কার। বহুদিনের এই অভিযোগ সমাধানে আরও কড়াকড়ি এনেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশ অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টার মধ্যে শহরের কোনও রাস্তা বা ফুটপাথে কোনও গাড়ি রাখা যাবে না।
এই দুই ঘণ্টা সম্পূর্ণভাবে রাস্তা পরিষ্কারের কাজে ব্যবহার করা হবে। এবার এই নির্দেশ বাস্তবায়নে একধাপ এগোল পুরসভা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে কলকাতা পুলিশকে। মেয়র জানান, পুলিশ কমিশনারের সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে।
Advertisement
মেয়রের মতে, বিষয়টি শুধু যান চলাচল নয়, জনস্বাস্থ্যের সঙ্গেও যুক্ত। তিনি বলেন, ‘এটা জনস্বাস্থ্যের বিষয়। গাড়ির চাকার পাশে একটা মাটির ভাঁড় পড়ে থাকলে সেখানেই ডেঙ্গুর লার্ভা তৈরি হয়। মানুষের জীবনের ঝুঁকি বাড়ে। তাই প্রত্যেকেরই সামান্য সহযোগিতা প্রয়োজন। গাড়ি একটু সরিয়ে পরিষ্কার করতে দিলে পরে আবার গাড়িটা রেখে দেওয়া যাবে।’
মেয়র আরও বলেন, ‘এটা আমাদের কোনও ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের সেবার স্বার্থে করছি। আজ সকালেই দেখলাম রাস্তা পরিষ্কার হয়েছে, কিন্তু দুপুরে আবার নোংরা।’ তাই বলা বাহুল্য, পুরসভা ও পুলিশের সমন্বয়ে শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবার আরও কঠোর নজরদারি চালু হতে চলেছে।
Advertisement
Advertisement



