নলহাটির বাহাদুরপুর এলাকায় অবৈধভাবে চলা পাথরখাদানে ধস নেমে ছয় শ্রমিকের মৃত্যু ঘটেছে। শনিবার রাতে মালিক সঞ্জীব ঘোষ ওরফে ভুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ এখন তাঁর হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।
প্রসঙ্গত, অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও শ্রমিকরা খাদানে পাথর কাটার কাজে নামেন। সে সময় হঠাৎ খাদানের মাটি ও পাথরের ধস নেমে শ্রমিকরা চাপা পড়েন। এতে ছয়জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় আরও চার শ্রমিককে উদ্ধার করা হয়। জখমরা বর্তমানে রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
তদন্তের পর পুলিশ জানিয়েছে, খাদানটি অবৈধভাবে চলছিল। মালিক নলহাটিরই বাসিন্দা সঞ্জীব ঘোষ। ধৃতকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। শনিবার রাতে সঞ্জীব নলহাটি এলাকা থেকে গ্রেপ্তার হন। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
Advertisement
জেলাশাসক আমন দীপ জানিয়েছেন, এই এলাকায় পূর্বেও একাধিক অবৈধ পাথরখাদান বন্ধ করা হয়েছে। এই খাদানটি গোপনে চালানো হচ্ছিল। ঘটনার তদন্তে দেখা যাচ্ছে, মালিকের সঙ্গে আর কারা জড়িত ছিলেন এবং কীভাবে কাজ চলছিল— সেসব বিষয় বের করতে ধৃতকে হেফাজতে রাখা হবে। খাদানটি বন্ধ করা হয়েছে এবং প্রশাসন আরও অবৈধ খাদান খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে।
Advertisement



