• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বীরভূমে পাথর খাদানে ধসে মৃত ৫, আহত আরও ৪ শ্রমিক

আহত বাকি চারজনকে নাজিরুল শেখ নামে এক গাড়িচালক রামপুরহাট সরকারি হাসপাতালে নিয়ে আসেন। এখনও ওই খাদানে কেউ চাপা পড়ে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

চিকিৎসার জন্য রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া আহত শ্রমিকদের তদারকি করছেন পুলিশ কর্মীরা।

নলহাটির পাথর খাদানে ধস। পাথর চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল পাঁচজন পাথর শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় আরও চারজন শ্রমিককে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা এখন চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর হাসপাতালে ভিড় করেন দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের আত্মীয়-পরিজনরা। তাঁরা কান্নায় ভেঙে পড়েছেন। হাসপাতালে পৌঁছেছে পুলিশও।

Advertisement

ঘটনার সময় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এদিন দুপুরে শ্রমিকরা কাজ করার সময় ওই খাদানের একাংশে ধস নামে। পাথরের নিচে চাপা পড়ে যান নয়জন শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পার্শ্ববর্তী খাদানের শ্রমিকরা। তাঁরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।

Advertisement

সেখান থেকে পাঁচজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত বাকি চারজনকে নাজিরুল শেখ নামে এক গাড়িচালক রামপুরহাট সরকারি হাসপাতালে নিয়ে আসেন। এখনও ওই খাদানে চাপা পড়ে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নাজিরুল জানিয়েছেন, ‘আমাকে দুপুর ২টা নাগাদ ফোন করা হয়। সঙ্গে সঙ্গে আমি পৌঁছে যাই। চারজনকে হাসপাতালে নিয়ে এসেছি।’

Advertisement