রাজ্যের সমস্ত পুরসভার কর্মী ও আধিকারিকদের হাজিরা এ বার পুরোপুরি অনলাইন ব্যবস্থার আওতায় আসতে চলেছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা) একটি নতুন মোবাইল অ্যাপ তৈরি করছে, যার মাধ্যমে প্রতিদিন অফিসে পৌঁছে জিয়ো-ট্যাগিং করে উপস্থিতি নথিভুক্ত করতে হবে সকল কর্মীকে। সম্প্রতি সুডা বিভিন্ন পুরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই নতুন নিয়ম কার্যকর করার প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, অ্যাপ চালুর আগে প্রতিটি কর্মীর ব্যক্তিগত তথ্য অনলাইনে অ্যাপে যুক্ত করতে হবে। সেই অনুযায়ী রাজ্যের সব পুরসভায় কর্মী-তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং বহু জায়গায় আপলোডও প্রায় শেষ পর্যায়ে। যদিও কলকাতা পুরসভা ও বিধাননগর পুরসভা-সহ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই নিজস্ব অনলাইন হাজিরা ব্যবস্থা চালু আছে, তবে এবার প্রথমবার রাজ্য জুড়ে এককেন্দ্রিক প্ল্যাটফর্মে হাজিরা নজরদারি করবে সুডা।
Advertisement
এই অ্যাপের আওতায় থাকবেন এগ্জিকিউটিভ অফিসার, ইঞ্জিনিয়ার, দপ্তরের কর্মী থেকে শুরু করে মাঠ পর্যায়ের সব সরকারি কর্মী। অর্থাৎ বাড়ি থেকে বা অফিসের বাইরে বসে হাজিরা দেওয়ার সুযোগ সম্পূর্ণ বন্ধ হবে। অনেক পুরসভায় দীর্ঘদিন ধরে দপ্তরের ঢোকা-বেরোনোর সময়ে অনিয়ম, ইচ্ছেমতো সময়ে অফিসে আসা, মাঝপথে কাজ ফেলে চলে যাওয়ার মতো অভিযোগ উঠেছিল। সেই অনিয়ম রুখতেই এবার কঠোর নজরদারি চালু করতে চাইছে প্রশাসন।
Advertisement
নতুন অ্যাপের মাধ্যমে কর্মীদের অবস্থান জিয়ো-ট্যাগিং করে মিলিয়ে দেখা যাবে। ফলে হাজিরার ক্ষেত্রে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই কাজের গতি ও দায়িত্ববোধও আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে সুডা। ডিসেম্বরের মধ্যেই রাজ্য জুড়ে এই ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রশাসনের একাংশের মত, এই ডিজিটাল নজরদারি পুরসভা পরিচালনায় জবাবদিহি ও শৃঙ্খলা আরও দৃঢ় করতে বড় ভূমিকা নেবে।
Advertisement



