সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতােড় থানার অমগড় এলাকার বাসিন্দা মঙ্গল মতি নিজের বাড়িতে বিষ খেয়ে ফেলে। বিষয়টি জানার পর তার পরিবারের লোকেরা তাকে দ্রুত উদ্ধার করে গড়বেতা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।
গড়বেতা থামী হাসপাতালের ডাক্তাররা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। ৩৪ বছর বয়সী মঙ্গল মাক্তির মৃত্যুতে তার পরিবারের সকলেই শোকে ভেঙ্গে পড়েন। কেন সে বিষ খেয়ে আত্মহত্যা করল সে বিষয়ে তার পরিবারের। কেউ কিছুই বলতে চায়নি।
Advertisement
তবে ওই ফটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে খেয়ালতােড় থানার পুলিশ মঙ্গল মণ্ডির মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মতে ময়না তদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে সে কি কারণে আত্মহত্যা করল এ খতিয়ে দেখার জন্য খােলতােড় থানার পুলিশ তদন্ত শুক্ত করেছে l
Advertisement
Advertisement



