• facebook
  • twitter
Friday, 19 December, 2025

বাবুঘাট বাসস্ট্যান্ডে হেরোইন সহ গ্রেপ্তার এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ ডিসেম্বর বাবুঘাট বাসস্ট্যান্ড এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নার্কোটিক সেল ও ডিডি

 বড়সড় মাদক পাচারের ছক ভেস্তে দিল কলকাতা পুলিশের নার্কোটিক সেল। বাবুঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম বাপি ঠাকুর ওরফে দুধনাথ ঠাকুর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ ডিসেম্বর বাবুঘাট বাসস্ট্যান্ড এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নার্কোটিক সেল ও ডিডি। অভিযানটি পড়ে ময়দান থানার অন্তর্গত এলাকায়। পরদিন অর্থাৎ ১৯ ডিসেম্বর ভোর আনুমানিক ২টা ৬ মিনিট নাগাদ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে প্রায় ১০৩ গ্রাম বাদামি রঙের গুঁড়ো ও দানাদার পদার্থ উদ্ধার হয়, যা প্রাথমিকভাবে হেরোইন বলে সন্দেহ করছে পুলিশ। ওই মাদকদ্রব্য রাখার বিষয়ে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি অভিযুক্ত। পাশাপাশি তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ধৃত ব্যক্তি ওই হেরোইন নিয়ে ওড়িশার পারাদ্বীপে যাওয়ার জন্য বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। তদন্তে উঠে এসেছে, সে বনগাঁ এলাকা থেকে ‘বাপি’ নামের এক ব্যক্তির কাছ থেকে এই মাদক সংগ্রহ করেছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ওই সূত্র ধরে তদন্ত আরও বিস্তৃত করা হয়েছে।
তল্লাশি, বাজেয়াপ্তকরণ ও গ্রেপ্তারের পুরো প্রক্রিয়াই ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পন্ন হয়েছে। সরকারি আধিকারিক ও সাক্ষীদের উপস্থিতিতেই সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় নার্কোটিক সেল ডিডি-র লেডি সাব-ইন্সপেক্টর কুহেলি সরকারের লিখিত অভিযোগের ভিত্তিতে ময়দান থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু হয়েছে।

Advertisement

Advertisement