• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

অবশেষে ডনের প্রেমিকা কৃতি 

মুম্বই, ৪ সেপ্টেম্বর– ডন-২ এর পর সিনেমা ভক্তদের এবারের অপেক্ষা ডন-৩। যদিও এবার আর শাহরুখ নন ডন-৩এর ডনের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। ডন সিনেমার আগের দুই কিস্তিতে শাহরুখকে দেখা গেলেও এবার নির্মাতা বাদশাকে বাদ দিয়ে রীতিমতো চমক দিয়েছেন দর্শকদের। কিন্তু তার বিপরীতে থাকবেন কোন নায়িকা? সেই নিয়ে নানা জল্পনা চলছেই। যদিও দিন কয়েক আগে

কৃতি শ্যানন (File Photo: IANS)

মুম্বই, ৪ সেপ্টেম্বর– ডন-২ এর পর সিনেমা ভক্তদের এবারের অপেক্ষা ডন-৩। যদিও এবার আর শাহরুখ নন ডন-৩এর ডনের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। ডন সিনেমার আগের দুই কিস্তিতে শাহরুখকে দেখা গেলেও এবার নির্মাতা বাদশাকে বাদ দিয়ে রীতিমতো চমক দিয়েছেন দর্শকদের। কিন্তু তার বিপরীতে থাকবেন কোন নায়িকা? সেই নিয়ে নানা জল্পনা চলছেই। যদিও দিন কয়েক আগে খবর মিলেছিল, রণবীরের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আদবানি। তবে পরে শোনা যায়, কিয়ারাকে পেছনে ফেলে দৌড়ে এগিয়ে আছেন কৃতি শ্যানন। ছবির প্রযোজক ফারহান আখতারের অফিসে ঘন ঘন দেখা যাচ্ছিল কৃতিকে। অবশেষে কিয়ারা নিজেই ইঙ্গিত দিলেন ডনের নায়িকা তিনিই হচ্ছেন!

সম্প্রতি ‘এক্সেল এন্টারটেনমেন্ট’-এর অফিসে বাইরে দেখা যায় কিয়ারাকে। চটপট ঢুকে যান অভিনেত্রী। বেরোনোর সময় কয়েক সেকেন্ডের জন্য মুখে হাসি নিয়ে বের হন। আঙুল দিয়ে ‘ভিকট্রি’ চিহ্ন দেখান। তারপরই গাড়ির পেছনে আড়াল করে নেন নিজেকে। আর এতেই কারও বুঝতে বাকি নেই ডন থ্রিতে চূড়ান্ত তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি ফারহান-রীতেশের কেউই। তবে খুব শিগগিরই সিনেমাটির প্রস্তুতি শুরু করে দিতে চান তারা। পাশাপাশি ক’দিনে মাঝেই সিনেমাটির শিল্পী-কলাকুশলীর নামসহ বিস্তারিত জানাবে নির্মাতা। এছাড়া নির্মাতা সূত্রে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, ২০২৪ থেকে শুটিং শুরু হতে চলেছে সিনেমাটির এবং ২০২৫ সালে মুক্তির পরিকল্পনাও করছেন তারা।

Advertisement

Advertisement

Advertisement