• facebook
  • twitter
Monday, 28 July, 2025

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের, বাঁকুড়ায় উত্তেজনা

নাতনিকে বাসে তুলে দিয়ে সাইকেলে ফিরছিলেন গ্রামে। সেই সময় আচমকা একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

বেপরোয়া গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার খাতড়া থানার অন্তর্গত খড়বন মোড়ে। দুর্ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মূলত, স্পিড ব্রেকার তৈরির দাবিতেই বিক্ষোভে শামিল হন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম শম্ভু বারিক (৭০)। তিনি খাতড়া ব্লকের দুবরাজপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এদিন ভোরবেলায় নাতনিকে সাইকেলে চাপিয়ে খড়বন বাসস্টপে পৌঁছে দেন তিনি। নাতনিকে বাসে তুলে দিয়ে সাইকেলে ফিরছিলেন গ্রামে। সেই সময় আচমকা একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শম্ভু বারিকের।

স্থানীয়রা রাস্তার উপরে বৃদ্ধের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তাঁরা খড়বন মোড় অবরোধ করে বিক্ষোভে বসেন। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতিতে গাড়ি চলাচলের ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকেই। বহুবার স্থানীয় প্রশাসনের কাছে স্পিড ব্রেকার তৈরির দাবি জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।

খাতড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের শান্ত করতে চেষ্টা চালায়। একাধিকবার আলোচনা, পুলিশের অনুরোধ সত্ত্বেও অনড় ছিল বিক্ষুব্ধ জনতা। তাঁদের দাবি, এলাকায় অবিলম্বে স্পিড ব্রেকার বসানো ও দোষী গাড়িচালককে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। পথ অবরোধের ফলে খাতড়া ও বাঁকুড়ার মধ্যে যান চলাচল ব্যাহত হয়। বহু যাত্রী ও স্কুল-কলেজগামী পড়ুয়াদের চরম দুর্ভোগ পোহাতে হয়।