• facebook
  • twitter
Tuesday, 27 January, 2026

সভাপতি হওয়ার পর প্রথম বঙ্গ সফরে নিতিন নবীন

বৈঠকে রাজ্যের জোনভিত্তিক সাংগঠনিক রিপোর্ট নেওয়ার পাশাপাশি এসআইআর চলাকালীন পরিস্থিতি ও তার প্রভাব নিয়ে আলোচনা হতে পারে

বিজেপির সর্বভারতীয় সভাপতি দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গে আসছেন নিতিন নবীন। মঙ্গলবার বিকেলে অন্ডাল বিমানবন্দরে নেমে তিনি কমল মেলায় অংশ নেন। পরে রাতেই দুর্গাপুরে বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দেন। বৈঠকে রাজ্যের জোনভিত্তিক সাংগঠনিক রিপোর্ট নেওয়ার পাশাপাশি এসআইআর চলাকালীন পরিস্থিতি ও তার প্রভাব নিয়ে আলোচনা হতে পারে।

সামনেই বিধানসভা নির্বাচন, অথচ রাজ্য বিজেপির সাংগঠনিক পরিস্থিতি স্বস্তিদায়ক নয়— এ কথা মানছেন দলেরই অনেক নেতা। এই আবহে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরের জন্য নিতিন নবীন বাংলাকেই বেছে নিয়েছেন। তবে এই সফর ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, বিজেপির অফিসিয়াল সমাজমাধ্যমে রাজনৈতিক কর্মসূচির বদলে সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুরের অনুষ্ঠানের প্রচার চলছে। এতে দলের একাংশ প্রশ্ন তুলেছেন— নিতিন নবীনের সফরের সময় কেন রাজনৈতিক বার্তার বদলে বিনোদনমূলক প্রচারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

Advertisement